Header Ads

Header ADS

গ্রাফিক্স ডিজাইন এর জন্য ডিজাইন আইডিয়া কি তৈরী করা যায়?

design ideas
design what your mind want

গ্রাফিক্স ডিজাইন হলো শিল্পীর আর্ট এর মত সবাই নতুন ডিজাইন বা ভালো মানের ডিজাইন করেতে পারে না।কিন্তু এই ডিজাইন আইডিয়া বা নতুন ভাবে করার মতো কোনো জিনিস মাথায় আসবে কেমনে তা আমরা কখনই ভাবি না। আমরা যারা নতুন গ্রাফিক্স ডিজাইন করি বা শিখি তারা অন্যের কপি করা ডিজাইন দিয়ে কাজ করে। আমরা নতুন করে ডিজাইন করার কথা চিন্তাও করি না কিন্তু আমাদের এই গন্ডি থেকে বের হলে দেখা যায় যে আমারা যারা ডিজাইন করি তাদের মধ্যে কিছু স্পেশাল কিছু আছে আর নতুন করার আগ্রহ আছে। আর এর জন্যই আমরা ডিজাইনার হয়েছি। নতুন কোনো ডিজাইন তৈরী করতে হলে আমাদের সবসময় পজেটিভ থাকতে হবে। তা না হলে ডিজািইন করা সম্ভব নয়। আমরা যারা ডিজাইনার আমাদের ভাবতে হবে আমরা শিল্পী আর শিল্পী যেমন করে রং তুলি দিয়ে তার সব কথা তার তৈরি ছবির মধ্যে দিয়ে বলতে চায় আমাদের কেউ একই পর্যায়ে ডিজাইন গুলা তৈরী করতে হবে।

অনেক গ্রাফিজ ডিজাইনার বলেন যে, ডিজাইন যেমন ই হোক না কেন তা যদি কাষ্টমার কাছে ভালো লাগে তাই ভালে কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিস টা আমার কাছে ভালো লাগে না তা আমি অন্যেকে কিভাবে দিবো । এতে যদি কেউ খারাব মন্তব্য করে তাতে একটু দুঃখ বাড়ে কমবে না। সুতরাং ডিজাইন তৈরি করার সময় আমাদের সব দিকে খেয়াল রেখে ডিজাইন করতে হবে।

সকল প্রকার ডিজাইন কে গুরুত্ব দেওয়া

আমাদের ডিজাইন এর ক্ষেত্রে সকল ধরনের ডিজাইন কে সমান গুরুত্ব দিতে হবে। এতো করে আমাদের নতুন কিছু করার আগ্রহ তৈরি হতে থাকবে। আর আমাদের ডিজাইন পর্যায় ক্রমে আরো উন্নত হবে।যে কোনো ডিজাইন সেটা ছোট বা বড় ধরনের কোনো ডিজাইন হোক না কেনো।


ডিজাইন নিয়ে অতিরিক্ত চিন্তা না করা

প্রথম পর্যায়ে আমরা নতুন কোনো ডিজাইন করতে গেলে আমরা তা নিয়ে বেশি চিন্তা করি যাতে তা বেশি সুন্দর আর আকর্শন দেখাতে পারি।কিন্তু আমরা ‍এত বেশি চিন্তা করি যে কিভাবে ডিজাইন করবো তা ভেবেই পাই না।
কিন্তু এতো বেশি চিন্তা না করে নিজের যোগ্যতা কে কাজে লাগিয়ে নিজের বিশ্বাস কে কাজে লাগিয়ে নিজের মত করে ডিজাইন করতে হবে। আর যার জন্য ডিজাইন করতে হবে তার নিজের ক্যাপাবলিটি দেখে ডিজাইন করতে হবে । মনে রাখতে হবে যে ডিজাইনটি আপনি করেছেন তা আপনার কাছে ভালো লাগলেও তা আপনার কাষ্টমার এর কাছে ভালো লাগতে নাও পারে এই জন্য কাষ্টমার এর মন বুঝতে হবে তার অনুযায়ী ডিজাইন করতে হবে।

No comments

Powered by Blogger.